নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: ২৯ শে মার্চ :: কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন কাঁথিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠা তৃণমূলের ছাত্র নেতা। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারক জয়মাল্য বাগচী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠা ৪৮ দিন পর তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরিকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
জানাগেছে, গত ১০ জানুয়ারি নাবালিকার মা কাঁথি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করে বলেন ” তার নাবালিকা মেয়েকে অপহরণ করে সৈকত নগরীর দিঘায় নিয়ে গিয়ে হোটেলের সহবাস করে অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি “। অভিযোগ পেয়ে কাঁথি মহিলা থানার পুলিশ তদন্তে নামেন।
এরপর তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি গত ৯ ফেব্রুয়ারী কাঁথি আদালতে আত্মসমর্পণ করে। এরপর বিচারক জেল হাজতের থাকার নির্দেশ দেন। তদন্তের কারণে কাঁথি মহিলা থানার পুলিশ কাঁথি আদালত থেকে নিজেদের হেফাজতে নেয়। কাঁথি মহিলা থানার পুলিশ তদন্তের রিপোর্ট আদালতে পেশ করে।
কাঁথি আদালতের বিচারক একাধিকবার তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরির জামিন নাকচ করে। জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে গড়ায়। কলকাতা হাইকোর্টের বিচারক জয়মাল্য বাগচী এজলাসে মামলা উঠে। বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারক শর্তসাপেক্ষে তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরিকে জামিনে মঞ্জুর করেন।
।