নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া: :: ২৯ শে মার্চ :: প্রথা ও পরম্পরা মেনে নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু হলো অন্নপূর্ণা পুজো। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হলো রাজা কৃষ্ণচন্দ্রের রাজ দালানে। এদিন কৃষ্ণনগর রাজবাড়ির অন্নপূর্ণা পুজোয় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর বর্তমান রাজবাড়ীর রাজা সৌরিশচন্দ্র রায় এবং রানী মা অমৃতা রায়।
এদিন সকাল থেকেই রাজবাড়ির তোরণ খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। সকাল থেকেই ভক্তদের দেখা মিলল কৃষ্ণনগর রাজবাড়ী প্রাঙ্গণে। নিষ্ঠা সহকারে পুজোর পরে আখ চাল কুমড়ো এবং কলা, বলি দেওয়া হলো। আজ থেকে আগামী তিন দিন রাজবাড়ির সদর দরজা খোলা থাকবে সমস্ত দর্শনার্থীদের জন্য। একই সাথে কৃষ্ণনগর রাজবাড়ি মাঠে শুরু হচ্ছে বারো দোল মেলা।