অয়ন শীলের নয়া কীর্তি! যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের থেকেও লাখ লাখ টাকা দাবী,না দেওয়ায় প্যানেল থেকে নাম বাদ চুঁচুড়ার চয়নিকা আঢ্যচুঁচুড়ার চয়নিকা আঢ্যর !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: ৩১শে মার্চ :: পুরসভায় যোগ দিয়েও টাকা না দিতে পারায় সেই চাকরি আর করতে পারেননি চুঁচুড়ার চয়নিকা আঢ্য।২০১৯ সালে উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভায় চতুর্থ শ্রেনীর কর্মি নিয়োগের বিজ্ঞাপন দেখে আবেদন করেন চুঁচুড়া ষন্ডেশ্বরতলার চয়নিকা আঢ্য।

জাতীয় স্তরের যোগাসন চ্যাম্পিয়ান ভালো অ্যাথলিট চয়নিকা প্লেয়ার্স কোটায় সেই চাকরির পরীক্ষা দিয়ে ইন্টারভিউ এ ডাক পান।ইন্টারভিউ এর পর চাকরি হয়ে যায় তার।১১ নভেম্বর ২০১৯ সালে জয়েনিং লেটারও দেওয়া হয় পুরসভার তরফে।

চয়নিকা জানান,এক পুলিশ কর্মি একদিন তার বাড়িতে গিয়ে বলেন অয়ন শীলের অফিসে গিয়ে দেখা করতে চাকরির ব্যাপারে কথা আছে।চয়নিকা তার বাবাকে নিয়ে চুঁচুড়া জগুদাসপাড়ায় অয়ন শীলের অফিসে গিয়ে দেখা করেন।অয়ন তাদের বলেন চাকরির জন্য পাঁচ লাখ টাকা দিতে হবে।চয়নিকা জানান তিনি তো অয়ন শীলের ক্যান্ডিডেট নন তাহলে কেন টাকা দেবেন।আর অত টাকা তার কাছে নেই।

সেদিন ফিরে আসার পর অয়ন শীলের লোক তার সঙ্গে আবার যোগাযোগ করে এবং সল্ট লেকের অফিসে যেতে বলে।সল্ট লেকের অফিসে বাবাকে নিয়ে গিয়েও ছিলেন চয়নিকা কিন্তু বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা না পেয়ে ফিরে আসেন।পরে জানতে পারেন প্রতারনার অভিযোগ হয়েছে অয়ন শীলের বিরুদ্ধে।

সেসময় বিবাহ বিচ্ছেদ নিয়ে সমস্যা চলছিল চয়নিকার।বাড়িতে বৃদ্ধ বাবা মা, চাকরির খুব প্রয়োজন।তাই হাল না ছেড়ে টিটাগড় পুরসভায় গিয়ে কথা বলেন চেয়ারম্যানের সঙ্গে।হবে না হবে না করেও তাকে জয়েন করানো হয়।স্যালারির জন্য স্থানীয় বেসরকারি ব্যাঙ্কে জিরো ব্যালান্সে একাউন্ট খোলা থেকে এটিএম কার্ড সব করে দেওয়া হয়।ছয় দিন কাজও করেন পুরসভার চতুর্থ শ্রেনীর কর্মি হিসাবে।তারপর তাকে বের করে দেওয়া হয় পুরসভা থেকে।

চয়নিকা বলেন,নিয়োগ তালিকায় তার ২২০ নম্বরে নাম ছিল।রাতারাতি সেই তালিকা পরিবর্তন করে যারা ছিল না তাদের নাম ঢু্কিয়ে দেওয়া হয়।সন্দেহ যারা টাকা দিতে পেরেছিল তাদের চাকরি দেওয়া হয়েছে।আর চয়নিকার মত যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে।এর পিছনে অয়ন শীল এবং নিয়োগ দূর্নীতি চক্র জড়িত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =