নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৩১শে মার্চ :: নিখোঁজ এক গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা হাওড়ার ডোমজুড়ে। বৃহস্পতিবার সকালে ডোমজুড়ের কেশবপুরে মধুমিতা দাস নামের বছর তিরিশের ওই গৃহবধূকে বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি পুকুরে ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ওই মৃতদেহ নজরে এলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তারা পুকুর পাড়ের চারপাশে ভিড় জমাতে থাকেন। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতার পরিবারের লোকজন জানিয়েছেন বারো বছর আগে মধুমিতার সঙ্গে তাপস দাসের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক অশান্তি লেগেই থাকত। স্ত্রীকে তাপস মারধর করত। তাদের একটি নয় বছরের ছেলেও আছে।
গত মঙ্গলবার রাতে মধুমিতার সঙ্গে তার স্বামীর অশান্তি হয়। তারপর থেকে মধুমিতার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাপের বাড়ির লোকজন ডোমজুড় থানায় মিসিং ডায়েরি করেন। তারপরই এদিন সকালে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির লোকের অভিযোগ তার স্বামী তাকে খুন করেছে। এই ঘটনার পর তাপস এলাকা থেকে পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।