নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১ লা,এপ্রিল :: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দশ মিনিটের জন্য জাতীয় সড়কে প্রতীকি অবরোধ করলো অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুর বারোটা নাগাদ সিপিএমের এই শ্রমিক পরিবহন সংগঠনের নেতৃত্ব দেন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক কৌশিক মিশ্র, সিপিএমের জেলা সম্পাদক মন্ডলী সদস্য বিশ্বনাথ ঘোষ, সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা।
এদিন প্রায় পঞ্চাশ জন সংগঠনের কর্মীরা মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায় প্রতীকি অবরোধে শামিল হন । প্রায় ১০ মিনিট ধরে চলে এই অবরোধ। আর এই অবরোধকে ঘিরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ১০ মিনিট পরে অবরোধ অবশ্য তুলে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক মিশ্র জানিয়েছেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে নতুন করে বিভিন্ন সংস্থার হাতে টোল ট্যাক্স তোলার দায়ভার দিয়েছে তাতে পরিবহন ব্যবস্থা মার খাবে। এতদিন কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকার জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায় করা হচ্ছিল ।
সেটি ১ এপ্রিল থেকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এবারে রাজ্য সরকারও বিভিন্ন এলাকার রাজ্য সড়কগুলিতে টোল ট্যাক্স কোন একটি এজেনসির মাধ্যমে আদায় করবে বলেও জানতে পেরেছি। এরকমই বিভিন্ন বিষয়ের দাবি এবং প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ অবরোধ করা হয়েছে।