নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১ লা,এপ্রিল :: রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার খাতড়া শহরে। শহরের পাম্প মোড়ে একটি জুতোর দোকানের গোডাউনে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ১১ নাগাদ খাতড়া পাম্প মোড়ের ঐ জুতোর গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে খবর দেওয়া হয় তালডাংরা, বড়জোড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া ও মানবাজার দমকল বিভাগে। কিন্তু রাতভর কাজ করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল বিভাগের কর্মীরা।
সাম্প্রতিক সময়ে এই ধরণের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা খাতড়া শহরে ঘটেনি বলেই ঐ এলাকার মানুষ জানিয়েছেন। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনাস্থলে উপস্থিত এক দমকলের আধিকারিক বলেন, জনবহুল এলাকায় এই ধরণের গোডাউন তৈরী আইনবিরুদ্ধ কাজ। সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, এখনো চারটি ইঞ্জিন কাজ করছে। শুধু জুতো নয়, ভিতরে ডিজেল-পেট্রোল জাতীয় কোন দাহ্য পদার্থ ছিল বলে তিনি মনে করছেন বলে জানান।