নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২রা,এপ্রিল :: রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। ব্যবসায়ীদের উপরে গুলি চলা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা ও সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই বাংলায়। দুষ্কৃতীদের গুলিতে কয়লা মাফিয়া রাজু ঝার মৃত্যুর ঘটনার প্রসঙ্গে রবিবার পানাগড় থেকে এমনটাই মন্তব্য করলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা।
প্রসঙ্গত শনিবার সন্ধ্যা ৮টা নাগাদ পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় দুর্গাপুরের বাসিন্দা তথা কয়লা মাফিয়া রাজু ঝার। রবিবার বর্ধমান মেডিকেল কলেজের মর্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
এই ঘটনায় ঘটনাস্থল থেকে এক মুড়ি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য বলেন রাজ্যে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে কোনো ঘটনা ঘটলে সাধারণ মানুষ প্রশাসনের কাছে পর্যন্ত পৌঁছাতে পারে না। পশ্চিমবঙ্গ অনেক ভালো আছে।রাজু ঝা কে গুলি করার ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। দ্রুত তদন্তে নেমেছে পুলিশ।