নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ২রা,এপ্রিল :: ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কাঁকসা ১,২,ও ৩ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হল কাঁকসার রানীসায়ের গ্রামে।
রবিবার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাম রাজ্য যুব সংগঠনের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক ও জেলা নেতৃত্ব।
এদিন সভায় যোগ দিয়ে মীনাক্ষী বলেন একটা রাজনৈতিক পরিমণ্ডল তৃণমূল ও বিজেপি পশ্চিমবঙ্গে আমদানি করেছে। মানুষের অধিকারকে ভুল পথে ব্যবহার করার জন্য মানুষের দুঃখ কষ্টকে হাতিয়ার করে তারাই নির্বাচনের আগে দল ভাঙা ভাঙি শুরু করেছে।
এদিন তিনি বলেন ২০১১ সাল থেকে বাংলায় তৃণমূলের রাজত্বে রাম নবমীর সময় রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়। দাঙ্গা হয় রাজ্যে। রাজ্যে কেনো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তার জবাব দিক পুলিশ মন্ত্রী। তিনি বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে খেটে খাওয়া মেহনতি মানুষ কাজের দাবিতে ,এবং লুট হয়ে যাওয়া পঞ্চায়েতের মর্যাদা ফিরে পাবার জন্য সাধারণ মানুষ নিজেদের লড়াই এবার নিজেরাই করে দেখাবে।