নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২রা,এপ্রিল :: বর্ধমানের শক্তিগড়ে শ্যুট আউটে রাজু ঝা খুনের ঘটনায় ঘটনাস্থলে তদন্তে এলো ফরেনসিক দল রবিবার সন্ধ্যায়। এদিন দুই সদস্যের ফরেনসিক দল শক্তিগড়ে খুনের ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থল থেকে ১৩ টি বুলেটের খোল উদ্ধার হয়েছে বলে তদন্তকারী দলের আধিকারিকরা জানান।
এই খুনের ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য সরকার। ১২ সদস্যের সিটের নেতৃত্বে থাকবেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। এই ১২ সদস্যের দলটি এরপর থেকে এই হাই প্রোফাইল শ্যুট আউটের ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাবে। সেই তদন্তের অঙ্গ হিসেবেই এদিন ঘটনাস্থলে এসে পৌঁছন দুই সদস্যের ফরেন্সিক টিম।
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি তারা দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িটিও খতিয়ে দেখেন। শক্তিগড় থানায় রাখা নীল রঙের গাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ হয়েছে বলে জানা গেছে।