কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৩রা,এপ্রিল :: প্রতিবছরের মত এ বছরও শোভাযাত্রার মাধ্যমে দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের হনুমান জয়ন্তী শুভ আরম্ভ রবিবার সকালে হয়ে গেল। প্রায় ৩০০ থেকে ৪০০ জন মহিলারা মাথায় কলস নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
রবিবার সকালে দক্ষিণ বালুচর মহাবীর মন্দির থেকে এই কলস যাত্রা বের হয়ে পোস্ট অফিস মোড় ,বিএস রোড , ৪২০ মোড়, ফুলবাড়ি , এন এস রোড হয়ে মন্দির প্রাঙ্গণে শেষ হয়।। মন্দিরের সেবাইত প্রভুজিৎ মিশ্রা জানান হনুমান জয়ন্তীর শুভ সূচনা এই কলস যাত্রার মাধ্যমে আজ শুরু হলো । ৬ তারিখ পর্যন্ত হনুমান জয়ন্তী উৎসব চলবে। ৩ তারিখ বাবার অভিষেক হবে ।
চার তারিখ হনুমান চালিশা ও আরতি হবে। পাঁচ তারিখ অখন্ড রামায়ন পাঠ। ছয় তারিখ মন্দির প্রাঙ্গণ থেকে বাবার প্রসাদ বিতরণ। গত বছর প্রায় ৫০০০ ভক্ত প্রসাদ গ্রহণ করেছিলেন । এবারে আশা করা যাচ্ছে প্রায় ৭ থেকে ৮ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন।
হনুমান জয়ন্তীতে ১০১ কেজির লাড্ডু প্রসাদ পাঁচজন ভক্ত এবারে দিবেন। সোয়ামনি ভোগ ১২৫ জন ভক্ত দিবেন ও ৫৬ ভোগ দুইজন ভক্ত দিবেন। মন্দির কমিটির এক সদস্য সুজিত কুমার পোদ্দার জানান প্রতিবারই হনুমান জয়ন্তী উৎসব খুব ধুমধাম ভাবে পালন করা হয়, এইবারও তা হচ্ছে।
হনুমান জয়ন্তী উৎসবে জেলা তথা প্রতিবেশী জেলাগুলি থেকে এমনকি বিহার, ঝাড়খন্ড থেকেও ভক্তরা আমাদের মন্দিরে আসেন। হনুমানজিকে দর্শন করে পূজা দিয়ে থাকেন । প্রায় ২২ বছর ধরে এই হনুমান জয়ন্তী উৎসব আমরা পালন করে থাকছি। আজকে এই কলস যাত্রার মাধ্যমে হনুমান জয়ন্তী উৎসবের শুভ সূচনা হয়।