আজ দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হলো নৈহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটি :: ৪ঠা এপ্রিল :: সামনেই পঞ্চায়েত নির্বাচন। জনসংযোগে জোর দিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন শাসকদলের জনপ্রতিনিধিরা। আজ দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হলো নৈহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায়।

সেখান থেকে পদযাত্রা শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন নৈহাটি বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের পরিষদ তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে যোগ দিয়ে রাজ্যের সেচ মন্ত্রী বলেন, সারা বাংলার একটা অংশ হিসেবে নৈহাটি বিধানসভায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা চোখে পড়ছে। আগে মানুষকে প্রশাসনের দুয়ারে যেতে হতো এখন প্রশাসন মানুষের দুয়ারে আসে। এটাই একটা যুগান্তকারী সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =