খাদ্যে বিষক্রিয়া – ডায়রিয়া আক্রান্ত ৩০, টাকি হাসপাতালে ভর্তি ১৫ ।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: ৪ঠা এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের আবাদ মোহনপুর গ্রামের ঘটনা। গতকাল সোমবার রাত্রিবেলা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান তথা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল। সেখানে গ্রামের বহু মানুষ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।

ছোলা বাতাসর জল, তরমুজ কাটা বিভিন্ন রকমের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৩০ জন। সময় যত যায় গভীর রাত্রি থেকে আজ ভোরবেলা পর্যন্ত পাতলা পায়খানা বমি জ্বর পেটের ব্যথা নিয়ে টাকি গ্রামীন হাসপাতালে ১৫ জন ভর্তি । অসুস্থ হয়ে গ্রামে বেশ কয়েকজন রয়েছে। সকাল থেকে টাকি গ্রামীণ হাসপাতালে একে একে শিশু মহিলা পুরুষরা হাসপাতালে ভর্তি হয়েছে।

চিকিৎসকরা জানাচ্ছেন কাটা ফল খাওয়ার পরে খাদ্যের বিষক্রিয়া হয় তার জন্য ডায়রিয়া হয়েছে। ভয় পাওয়ার কোন কারণ নেই চিকিৎসা চলছে ওষুধ দেওয়া হচ্ছে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fifteen =