কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৪ঠা এপ্রিল :: আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে মালদা টাউন হলে কর্মীসভার আয়োজন। উপস্থিত ছিলেন, তৃণমূলের মালদা জেলার নির্বাচনী পর্যবেক্ষক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সহ অন্যান্য বিধায়ক ও জেলা নেতৃত্ব।
আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলার নেতা-নেত্রীদের নিয়ে কর্মী সভার আয়োজন করা হয়। সভা শেষে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, এটি দলের গণতান্ত্রিক একটি প্রক্রিয়া। দলে কেউ স্বৈরাচারী নয়। সমস্ত বিধায়ক ও জেলা নেতৃত্ব এই কর্মী সভায় উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে কর্মী সভার আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, দলে কোন গোষ্ঠী কোন্দল নেই। মনোমালিন্য রয়েছে বলা যেতে পারে দাদার সঙ্গে ভাইয়ের মনোমালিন্য। সকলে একত্রিত হয়ে কাজ করছেন।