নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটী :: ৫ই,এপ্রিল :: দেশের শিক্ষাজগতে নতুন করে নাম উঠলো নৈহাটীর এক যুবকের। শিক্ষাক্ষেত্রে নৈহাটির মুখ উজ্জ্বল করলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্জন মুখার্জি।নৈহাটী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৫/১, গিরীশ ঘোষাল রোডের বাসিন্দা মৃত্যুঞ্জয় মুখার্জির একমাত্র ছেলে রূপাঞ্জন ।
আইআইটি গুয়াহাটির ইনস্টিউটর অধীনে জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স(জ্যাম) ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকসে ২৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান দখল করলো নৈহাটীর রূপাঞ্জন। ১০০ মধ্যে ৫৯ নম্বর পেয়ে সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে দেশের শিক্ষাক্ষেত্রে তাক লাগিয়ে দিলো শহরতলীর যুবক।
বানিজ্য বিভাগের গৃহশিক্ষক মৃত্যুঞ্জয় বাবুর ছেলে রূপাঞ্জন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পেরে আমি নিজেই আপ্লুত।পরিশ্রমের ফল দেখে আমি খুব খুশি।আগামী দিনে পড়াশুনায় আরো নতুন ফলক ছোয়ার স্বপ্ন দেখছে রূপাঞ্জন। তার পাশাপাশি তার মা এবং বাবা জানান, মা- বাবা হিসাবে ছেলে রূপাঞ্জনের সাফল্যে আমরা খুব খুশি।
সারা ভারতের মধ্যে জ্যাম পরীক্ষায় ও প্রথম স্থানাধিকার অর্জন করতে পারায় আমরা গর্বিত।আগামী দিনে ছেলে যে পথে যাবে আমরা ওকে পূর্ণ সর্মথন করবো।ছেলে রূপাঞ্জনের সাফল্য কামনা করে আগামী দিনে ও দেশের মুখ উজ্জল করবে এই আশাই রাখছেন মুখার্জি পরিবার।