নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৫ই,এপ্রিল :: হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র-কান্ডে বিহারের মুঙ্গের থেকে সুমিত সাউকে গ্রেপ্তার করে বুধবার সকালে আনা হয় হাওড়ায়। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী সাংবাদিক সম্মেলন করে বলেন, গত ৩০শে মার্চ রামনবমীর মিছিলে উত্তেজনা সৃষ্টি হয়। পাথর ছোড়া ইত্যাদির মতো ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেছে ধরা পড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে একযুবক মিছিলে যাচ্ছে। অশান্তির ঘটনার পর ঘটনার তদন্ত ভার যায় সিআইডির হাতে। যাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল, পুলিশ জানতে পারে এই ঘটনার পর ওই যুবক উত্তরপ্রদেশ পালিয়েছে। তার পরবর্তীকালে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তরের অফিসাররা মুঙ্গেরের কাশিমবাজার এলাকা থেকে ১৯ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করে তার এক আত্মীয়র বাড়ি থেকে।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পায়, তাতে পুলিশ জানতে পেরেছে এই ঘটনার পর ফকির বাগান এলাকার অবিনাশ যাদব নামে একজনের মাধ্যমে নন্দীবাগান এলাকায় আর এন গুপ্তা নামে এক ব্যক্তির কাছে এই আগ্নেয়াস্ত্র সে রাখার জন্য পাঠিয়েছিল। আর এন গুপ্তাকেও পুলিশ গ্রেফতার করেছে।