নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ৭ই,এপ্রিল :: শুক্রবার দুর্গাপুর শহরের বিধান নগরে প্রয়াত রাজু ঝা-এর বাড়িতে পৌঁছেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিং। যেখানে সাংসদ অর্জুন সিং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন।
বলা হচ্ছে যে সাংসদ অর্জুন সিং প্রয়াত রাজু ঝা এর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
সাংসদ অর্জুন সিং পরিবারের সদস্যদের আইনের প্রতি আস্থা রাখার আশ্বাস দিয়েছেন। শিগগিরই রাজু ঝা হত্যাকারীদের গ্রেফতার করা হবে। সাংসদ অর্জুন সিংয়ের রাজু ঝা-এর বাড়িতে যাওয়ার কারণে রাজনৈতিক আলোড়ন তীব্র হয়েছে এবং আবারও বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসকে পাল্টা আঘাত করেছে।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কাছে রাজু ঝাকে গুলি করে হত্যা করা হলে, সেই ঘটনার পরই সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া সামনে আসে। সাংসদ অর্জুন সিং রাজু ঝাকে তার ছোট ভাই হিসাবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে রাজু ঝা এর সাথে তার পুরানো এবং পারিবারিক যোগাযোগ রয়েছে।
শুক্রবার সাংসদ অর্জুন সিং রাজু ঝা-এর বাড়িতে দীর্ঘক্ষণ ছিলেন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে পুরো ঘটনার তথ্য পান। এরপর বেরিয়ে যাওয়ার সময় এমপি অর্জুন সিং বলেন, রাজু ঝা হত্যা মামলায় যত দ্রুত সম্ভব আব্দুল লতিফকে গ্রেফতার করা প্রয়োজন।
আবদুল লতিফকেও আত্মগোপন করান হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। শুধু তাই নয়, সাংসদ অর্জুন সিং একটি বিস্ফোরক বিবৃতি দিয়েছেন যে শুধুমাত্র রাজু ঝা আক্রমণকারীদের টার্গেট ছিলেন এবং তার হত্যাকাণ্ডে একটি বড় মাস্টারমাইন্ড জড়িত থাকতে পারে।