নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: ৮ই,এপ্রিল :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেজুরিতে প্রশাসনিক সভায় পর পাল্টা সভা ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই কার্যত রণক্ষেত্র চেহারা নিল খেজুরি। আগামী ১০ই এপ্রিল খেজুরি ঠাকুরনগর গ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার পাল্টা এখানেই সংলগ্ন মাঠে জনসভায় ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার গভীর রাতে খেজুরি বারাতলা সহ বিস্তীর্ণ গ্রামের বিজেপি কর্মীর বাড়ী ও দোকানের হামলা চালায় বলে অভিযোগ। লুটপাট থেকে শুরু করে, জিনিসপত্র ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগ পুরোপুরি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্ষন্ত খেজুরি সহ এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
সূএের খবর, শুক্রবার গভীর রাতে খেজুরি বারাতলা গ্রাম উত্তপ্ত হয়ে উঠে। একাধিক গৃহস্থের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠে। জিনিসপত্র ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত পরিবার এলাকার বিজেপি সমর্থক হিসেবে পরিচিত। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে।
খেজুরি থানার ওসি অমিত দেব বলেন ” দু’পক্ষের টাকা পয়সা সংক্রান্ত বিবাদ জেরে গন্ডগোল। একজন অভিযোগ দায়ের করেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।