কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৯ই,এপ্রিল :: বৈশাখ মাস না পড়তেই চাঁদি ফাটা গরমে দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছে মালদাবাসীর। গত শুক্রবার থেকে মালদায় তাপমাত্রা উঠানামা করছে ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। রবিবারও তীব্র দাবদহ শুরু হয় সকাল থেকেই।
দুপুর গড়াতেই রাস্তাঘাট পুরোই শুনশান হয়ে পড়ে। রবিবারের তীব্র দাবদহে বাজার , হাটও একপ্রকার শূন্য হয়ে পড়েছে। প্রবল গরমের জেরে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের । অনেকেই বলছেন, বৈশাখ মাস তো এখনো শুরুই হলো না । এই ধরনের গরম মূলত মালদায় মে, জুন মাসের দিকে দেখা যায়।
কিন্তু এখন এপ্রিল মাস কেবল শুরু হয়েছে। তাতেই তাপমাত্রার পারদ ৩৮ থেকে ৩৯ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। এখনই যদি এই অবস্থা হয় , তাহলে মে এবং জুন মাস পরেই রয়েছে। তখন কি দুর্বিসহ অবস্থা হতে পারে , তা নিয়েও ভেবে কুলকিনারা করতে পারছেন না সাধারণ মানুষ।