নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ৯ই এপ্রিল :: তড়িঘড়ি স্বাস্থ্য সাথী কার্ড করার পর সেই কার্ডে এক মহিলার অস্ত্রপ্রচার করে প্রায় ১৪ কেজি ওজনের টিউমার বার করলো কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি নার্সিং হোম।
জানা গেছে ৩৭ বছর বয়সী রুনু বিশ্বাস গত দু বছর ধরে পেটের যন্ত্রনায় ভুগছিলেন। বহু জায়গায় চিকিৎসা করলেও চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথা জানান।
তবে বড় কোনো হাসপাতালে চিকিৎসা করতে গেলে মোটা অংকের টাকা খরচ হবে সেই কথা শুনেই চিন্তায় পড়েন পানাগড়ের বাসিন্দা রুনু বিশ্বাস ও তার পরিবার। যোগাযোগ করেন কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং এর সাথে।
তড়িঘড়ি ওই মহিলার স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকার হাসপাতালে ভর্তি ও চিকিৎসার পর অস্ত্রপ্রচারের ব্যবস্থা করে দেন।
রবিবার ওই মহিলার সফলভাবে অস্ত্রপ্রচার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রপ্রচার সফল হয়েছে এবং ঐ মহিলা বর্তমানে সুস্থ রয়েছেন। প্রায় ১৪ কেজি ওজনের টিউমার অস্ত্রপ্রচার করে বার করা হয়েছে।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন বিরোধীরা অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নানান কথা বলেন কিন্তু আজ আবার প্রমাণিত হলো স্বাস্থ্য সাথী কার্ড দরিদ্র মানুষের কতটা উপকারে লাগে। ওই মহিলার সমস্যার কথা শুনে তারা দেরি না করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।