নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ৯ই এপ্রিল :: রবিবার রানীগঞ্জের আলু গড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, বৈঠক হলে সম্পন্ন হল ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর পশ্চিম বর্ধমান ডিসটিক ব্রাঞ্চের কর্মশালা।
এদিন মূলত সরকারি কর্মচারীদের কি কি সার্ভিস রুল রয়েছে ও কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে তা নিয়ে এই বক্তব্য রাখেন কলকাতা স্বাস্থ্য দপ্তর থেকে আগত রাজ্য সম্পাদক সব্যসাচী হাইত, এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত হন হুগলির নির্মাল্য ব্যানার্জি, শুভ্র প্রকাশ ঘোষ, বিধান চন্দ্র জানা ও অসীমা নন্দ চৌধুরী।
এই কর্মশালায় বিশেষভাবে উপস্থিত থাকেন রানীগঞ্জ আলু গড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডাক্তার এরশাদ আহমদ। এদিন সমস্ত কথোপকথনের মধ্যেই ই সার্ভিস বুক , সরকারি ছুটি, স্বাস্থ্য বীমা ও পেনশন নিয়ে বিশেষভাবে আলোকপাত করা হয় এদিনের এই কর্মশালায়। একই সাথেই স্বাস্থ্য বিভাগের কর্মীদের বিভিন্ন সমস্যার কথা ও কিভাবে তা সমাধান করা সম্ভব তা নিয়েও উঠে আসে নানা কথা