নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: ১০ই,এপ্রিল :: শোভনদেব বাবু অন্তত পক্ষে সাইন্সের কথা বলছে । ভালো । এবং সাইন্টিফিক্যালি বলেছে । মানে তথ্য যুক্তি দিয়ে প্রমাণ করতে হয়। ওরা চুরি করেছেন। ধরা পড়ে গেছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা সাইন্টিফিক্যালি প্রমাণ করার বার্তা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।
খড়দহে রবীন্দ্র ভবনের সামনে আক্রান্ত সাংবিধানিক অধিকার বিষয় নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভাঙ্গর থেকে আইএসএফ ফের শিখর উপড়ে ফেলার হুশিয়ারি বার্তা শওকত মোল্লার। গণতান্ত্রিক ভাবে নয়। একে বারে চমকে ধমকে বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা।
আর এই প্রসঙ্গেও সরব বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, শওকত মোল্লা তো পুরনো চোর। স্কুল নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অনেক আগেই শওকত মোল্লা চোর তা ধরা পড়েছে। গুন্ডামি করে রাজনীতি করা যায় না। এবার ওদের বিদায় নেওয়ার পালা।
বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনার ছেড়ে এবার দিল্লির পথে আন্দোলনকারীরা। আর এই প্রসঙ্গ টেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আন্দোলনকারীরা দাবি আদায়ের জন্য যেটা ভালো মনে করছেন করবেন।
বাংলায় অশান্তির রাজনীতির বিষ। হকের দাবিতে রাস্তায় কুড়মিরাও। রাঢ়বঙ্গে বাড়ছে আদিবাসী-বিক্ষোভের আগুন। ক্ষোভে মতুয়া, সংখ্য়ালঘুরাও। ভোটমুখী বঙ্গে সাম্প্রদায়িক ক্ষোভের আগুন কীভাবে সামাল দেবে শাসক তৃণমূল? আর এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সবাই বিক্ষুব্ধ। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মানুষ বিক্ষুব্ধ নয়। তৃণমূল ভয় পাচ্ছে। নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য নিজেরাই পরস্পরকে খুনোখুনি করছে।