নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১১ই,এপ্রিল :: হাওড়ায় সিপিআইএম জেলা কমিটির উদ্যোগে বামপন্থী দলসমূহের ডাকে সোমবার বিকেলে এক শান্তি ও সম্প্রীতির মহামিছিলের আয়োজন করা হয়। হাওড়ার বালিখাল থেকে গোলাবাড়ির ব্রিজ অ্যান্ড রূফ কারখানা পর্যন্ত ওই মিছিল অনুষ্ঠিত হয় ।
ধর্মীয় উৎসবে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা বন্ধ করার দাবিতে, সারা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করার দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে এদিনের এই মহামিছিল বলে বাম নেতৃত্ব জানিয়েছে। বালিখাল থেকে এদিন মিছিল শুরু হয়।
উত্তর হাওড়ার পিলখানা ব্রিজ অ্যান্ড রুফ কারখানা পর্যন্ত যাবার কথা ওই মিছিলের। সেখানেই হবে সভা। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও হুগলিতে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তারজন্য প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করে বামফ্রন্টের এই মহামিছিল। বিমান বসু, রবীন দেব, শ্রীদীপ ভট্টাচার্যের নেতৃত্বে এই মহামিছিলে পা মেলালেন বামফ্রন্টের কর্মী সমর্থকরা।
মিছিলের সূচনা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বালিখাল থেকে পিলখানা পর্যন্ত আমাদের মিছিল যাবে। সেখানে সভা হবে। এই মিছিল প্রয়োজন আছে। মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার আকুতি নিয়ে আমাদের এই মিছিল। এই মিছিল দাঙ্গাবাজদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে মানুষে মানুষে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার মিছিল।