আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

সুদেষ্ণা  মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সাগর :: ১১ই,এপ্রিল :: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও অস্বস্তির মুখে পড়ল বঙ্গ বিজেপি। একের পর এক আর্থিক প্রতারণার অভিযোগে যখন রাজ্যের শাসক দলের একাধিক নেতা নেতৃত্বরা শ্রীঘরে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ ২৪ পরগনার সাগরের বিজেপি নেতা রাজু মণ্ডল।

রাজু সাগর ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি। গত এক সপ্তাহের মধ্যে সাগর ব্লকের দুই বিজেপি নেতা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হল। ৩ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন অলোক পাত্র। গতকাল গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ রাজুকে গ্রেফতার করে।রাজু বিভিন্ন কোম্পানির বাইক বিক্রির নাম করে ক্রেতাদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

পরে রাজু রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি দিতেন প্রতারিতদের। বেশ কয়েকজন প্রতারিত থানায় অভিযোগ দায়ের করেন। বেশ কয়েক মাস এলাকাছাড়া ছিলেন রাজু৷ধৃত নেতা স্থানীয় নারায়ণী আবাদের বাসিন্দা। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের মুখে দুই নেতার গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 4 =