বাঁশদ্রোণীতে কাঠের গুদামে ভয়াবহ আগুন।ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গড়িয়া :: ১১ই,এপ্রিল :: বাঁশদ্রোণীতে কাঠের গুদামে ভয়াবহ আগুন।ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দক্ষিন ২৪ পরগনার গড়িয়ার বটতলায় একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন লেগেছে। ঘনবসতি এলাকা থাকার কারণে পাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।

দমকল কর্মীদের পাশাপাশি, স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়িয়ার ব্রহ্মপুরে বাজারের মাঝে একটি কাঠের গুদামে আগুন লেগে যায়। ভিতরে বহু দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা গুদাম। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই চালাচ্ছেন দমকলের ১৫টি ইঞ্জিন।

গুদামটি তৈরি টিনের দেওয়ালে। সেক্ষেত্রে একে কাঠ, আর টিনের বাধা ভেদ করে আগুনের উৎসস্থল পর্যন্ত জল পৌঁছতে অসুবিধা হতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ওই এলাকায় এমনিতেই ঘিঞ্জি। পাশাপাশি একাধিক বহুতল রয়েছে। আগুন ছড়িয়ে পড়তে থাকে পাশের ফ্ল্যাটেও।মাঝেমধ্যেই গুদামের ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। নির্মীয়মান একটি বহুতলেও আগুন ছড়়িয়ে পড়েছে। অন্যান্য আবাসন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =