BREAKING NEWS :: দ্বিতীয় পর্বেই ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ টিভি :: ২১শে জানুয়ারি ::কোলকাতা :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন বলে বৃহস্পতিবার সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে। এছাড়া সকল মুখ্যমন্ত্রীও দ্বিতীয় ধাপে ভ্যাকনি গ্রহণ করবেন।গত ১৬ জানুয়ারি দেশব্যাপী করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করে ভারত।

ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নামে দুটি ভ্যাকসিন নেয়া শুরু করেন মহামারির বিরুদ্ধে লড়াইয়ে থাকা স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির যোদ্ধারা।দ্বিতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব বয়সীরা করোনার টিকা গ্রহণ করবেন। সকল এমপি ও বিধায়ক যাদের বয়স ৫০ এর বেশি তারাও টিকা নিয়ে এই কার্যক্রমে অংশ নেবেন।

কার্যক্রম শুরুর আগে মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, টিকা গ্রহণের জন্য আতঙ্কিত বা হুড়োহুড়ি করার দরকার নেই, কারণ তারা দ্বিতীয় দফায় টিকা পাবেন।হরিয়ানা, বিহার ও ওড়িষ্যার মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরামর্শ দেন, বিধায়ক, সাংসদ এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সম্মুখভাগের কর্মী হিসেবে বিবেচনা করা উচিত এবং তাদের আগে টিকা দেয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =