বর্ধমানের দেওয়ানদিঘীতে মড়ার খুলি নিয়ে নাচ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ১৩ই,এপ্রিল :: পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানা ও শক্তিগড় থানার দুই গ্রাম কুড়মুন ও সোনা পলাশী ।এই গ্রামেরই একদিকে বাবা ঈশান ঈশ্বর ও অপরদিকে বাবা বুড়ো শিবের গাজন ।

এই উপলক্ষে ২৯ তারিখ মানে আজ ভোররাতে মরার মাথার খুলি নিয়ে ধুনোর গন্ধ উড়িয়ে নৃত্য করা হয়। কথিত আছে বাবা ঈশানেশ্বর ও বাবা বুড়ো শিবের ১১০৫ সাল থেকে এই দুই গ্রামের শিবের গাজন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =