প্রকৃতি বিপরীতমুখী, সিকিমে তুষারপাত সমতলে তাপপ্রবাহ

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: ১৩ই,এপ্রিল :: গোটা রাজ্যের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রতিদিন বাড়ছে অস্বস্তিকর অবস্থা। তবে সিকিমের আবহওয়া একেবারেই আলাদা। গতকাল রাত থেকেই তুষারপাত হয়েছে সিকিমের বিভিন্ন এলাকায়, আজ সকালেও তুষারপাত এর ঘটনা ঘটেছে।

আনন্দে আত্মহারা পর্যটক মহল, বিশেষ করে বিদেশি পর্যটকদের মধ্যে বিশেষ উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে। তুষারপাতের খবর শোনার পর অনেকেই পাড়ি দিয়েছেন সিকিমে। হোটেল গুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সকাল হতে অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েন বরফ দেখতে। তুষারপাতের ঘটনা হওয়ার কারণে সিকিমে আবারও শীতের আমেজ ফিরে এসেছে।

ভরা চৈত্র মাসেও ঠান্ডা অনুভব করছে সিকিম। তবে উত্তরবঙ্গের সমতল শহর শিলিগুড়িসহ আরো অন্যান্য জায়গায় কিন্তু তাপমাত্রার বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই অত্যাধিক গরমের কারণে গরমের ছুটির সময় এগিয়ে আনা হয়েছে। রোদের হাত থেকে বাঁচতে একাধিক পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ মহল।

ছাতা ব্যবহার করা, পর্যাপ্ত পরিমানে জল পান করা, কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়া, সুতির জামা পরিধান করা সহ আরো বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চিড়িয়াখানায় পশুপাখিদেরও গরমের হাত থেকে বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিকিমের ক্ষেত্রে প্রকৃতি একেবারেই বিপরীত, সমস্ত ভালবাসা যেন উগরে দিয়েছে সিকিমকে। গরমে বরফ স্নাত সিকিম তাই পর্যটকদের প্রধান গন্তব্যস্থল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =