কাঁথিতে রাঙ্গামাটি স্টল দুনীতি মামলার কাঁথি পুরসভা প্রশাসক তথা তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ চালালো পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: ১৩ই,এপ্রিল :: কাঁথি পুরসভা রাঙ্গামাটির শ্মশান স্টল দুর্নীতি মামলায় তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর পর কাঁথি পুরসভার প্রাক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতিকে জিজ্ঞাসাবাদ করলো পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ কাঁথি থানায় এসে হাজির হন কাঁথি পুরসভার প্রাক্তন পুর প্রশাসক তথা বর্তমান কাঁথি পুরসভা ১২ নং ওয়ার্ড়ে কাউন্সিলর পম্পা জানা মাইতির স্বামী সিদ্ধার্থ মাইতি। কাঁথি থানার পুলিশ চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সময় উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি থানার আই সি অমরেন্দ্র বিশ্বাস সহ পুলিশ আধিকারিকেরা বলে সূত্র মারফত জানাগেছে।

বস্তুত, ২০২২ সালের ২৯ শে জুন কাঁথি রাঙ্গামাটি শ্মশান স্টল দুর্নীতি অভিযোগ তুলে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না। এমন অভিযোগ পেয়ে পুলিশ আগে কাঁথি পুরসভার দুই ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান, দিলীপ বেরা, প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিং, ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও ম্যানেজারকে গ্রেফতার করে। যদিও এরা শর্তসাপেক্ষে জামিনে মুক্ত রয়েছে জানাগেছে।

এদিকেও কাঁথি পুরসভা রাঙ্গামাটি স্টল দুনীতি মামলার সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। কাঁথি পুরসভা পুরপ্রধানের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর পুরপ্রশাসক নিযুক্ত করে রাজ্য সরকার।কাঁথি পুরসভা পুরপ্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। সেখানেই রাজ্য সরকার কাঁথি পুরসভা প্রশাসক হিসাবে নিয়ুক্ত হয় সিদ্ধার্থ মাইতি। তাঁর সময়েই কাঁথি পুরসভা রাঙ্গামাটি স্টল পুনঃ নবীকরণ করা হয়।

কাঁথি পুরসভার রাঙ্গামাটি শ্মশান স্টল দুর্নীতির মামলায় তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্নের উত্তর সহযোগিতাও করেন, কিন্তু একাধিক তদন্তকারীদের প্রশ্নের উত্তর সহযোগিতা করেননি কাঁথি পুরসভায় প্রাক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতি বলে বিশেষ সূত্র মারফত জানা গেছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =