রামকৃষ্ণ মিশন কোচি কেন্দ্রের এবার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে সংগৃহীত গঙ্গাজল পাঠানো হচ্ছে কোচিতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: ১৪ই, এপ্রিল :: রামকৃষ্ণ মিশন কোচি কেন্দ্রের এবার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে সংগৃহীত গঙ্গাজল পাঠানো হচ্ছে কোচিতে। কোচি শাখার পক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তা গ্রহণ করেন। শুক্রবার সকালে এই উপলক্ষে রাজ্যপাল এসে পৌঁছান বেলুড় মঠে।

সেখানে পৌঁছান কোচি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রমের ট্রাস্টি সদস্যরা। এই পুণ্য কলসটি কোচি আশ্রমের রামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে রক্ষিত হবে। বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবসের সমাবর্তন অনুষ্ঠানেও মাননীয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস রামকৃষ্ণ মিশন বলরাম মন্দিরে উপস্থিত থাকবেন। সে বিষয়েও বেলুড় মঠের সন্ন্যাসীদের সঙ্গে রাজ্যপালের কথাবার্তা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =