BREAKING NEWS :: বৈশালীকে তৃণমূল থেকে বহিষ্কার – বললেন দলের ভেতর উইপোকার আজও রয়ে গেলো

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ টিভি :: ২২শে জানুয়ারি :: কোলকাতা :: বৈশালী ডালমিয়াকে তৃণমূল থেকে বহিষ্কার

করা হয়েছে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে দলের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেছেন তিনি। দলের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় তিনি মুখ খুলেছিলেন।

আজ শুক্রবার এক সাক্ষাৎকারে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনেন তিনি। পরে সন্ধ্যার পরই দল থেকে বহিষ্কার করা হল বালির এই বিধায়ককে। তবে দলের অভিযোগ মানতে নারাজ বৈশালী। তার ভাষ্য, ‘কাটমানি নিতে না করেছিলাম, অবৈধ নির্মাণের বিরোধিতা করেছিলাম। এটাই কি আমার দলবিরোধী কাজ?

‘এ কথাগুলো তুলে ধরা যদি বেইমানি হয়, তাহলে আমি বেইমান। তবু মানুষের পাশ থেকে আমি সরব না। মানুষের জন্য আমি কাজ করব’ বলেও তিনি তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেন । এছাড়া বহিষ্কারের পরও মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বৈশালী বলেন, বহিষ্কারে আমার কিছু যায় আসে না। তবে দলের মধ্যে যে উইপোকা ছিল, তা রয়েই গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =