নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ১৪ই, এপ্রিল :: সরকারী প্রকল্পকে কাজে লাগিয়ে প্রশাসন অনুমোদিত প্ল্যান বদলে সেচ খাল বুজিয়ে ৩০টির উপর গাছ বন দপ্তরের অনুমোদনহীন ভাবে কেটে বেআইনি বালির গাড়ি চলাচলের রাস্তা তৈরির মারাত্বক অভিযোগ উঠলো দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে।
জমা পড়ল লিখিত অভিযোগ বিধায়ক, সভাপতি, বিভাগীয় ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন দপ্তরে গ্রামবাসীদের তরফে জানানো হয়। ছিল গার্ড ওয়ালের অনুমতি, হয়ে গেল বেআইনি বালির গাড়ি চলাচলের রাস্তা। এই বিষয়ে প্রতিকার না পেলে পঞ্চায়েত নির্বচনের আগে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে জানান এলাকাবাসীরা।