ভারতের সংবিধানের রচয়িতা ডঃ ভীমরাও আম্বেদকরের আজ জন্মদিন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীজপুর :: ১৪ই, এপ্রিল :: বিশ্বের দরবারে ভারতীয় সংবিধান এক অনন্য নজির তৈরি করেছে। আর ভারতের সেই সংবিধানের রচয়িতা ডঃ ভীমরাও আম্বেদকরের আজ জন্মদিন। দেশজুড়ে পালিত হছে তার জন্মদিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তেও তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হছে।

বীজপুর বিধানসভার অন্তগর্ত টিকটিকি বাজারে সংবিধান রচিয়তার জন্মদিবস উপলক্ষ্যে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ডঃ ভীমরাও আম্বেদকর এর মূর্তিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী, তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়, ও অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। বিধায়ক সুবোধ অধিকারী বলেন, আমরা জানি বি আর আম্বেদকর সমাজের পিছিয়ে পড়া দলিতদের জন্য কিভাবে লড়াই করেছেন।

তিনি আমাদের শিখিয়েছিলেন সার্বভৌমত্ব কিভাবে বজায় রাখতে হয়। কিন্তু ধীরে ধীরে আজ আমাদের দেশ অশুভ শক্তির হাতে চলে যাচ্ছে। আমরা সবাই মিলে এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =