নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১৬ই,এপ্রিল :: নববর্ষের দিনই গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো চিৎপুর যাত্রা পাড়ার প্রথম সারীর এক যাত্রা শিল্পীর। মৃতের নাম অনাথ বন্ধু রায় (৭০)। শনিবার বাঁকুড়ার সোনামুখী থানার ডিহি পাড়ার ঘটনা।
প্রভাস অপেরা নামে ঐ যাত্রাদলের সদস্যরা জানান, এদিন তাঁরা গাজন উপলক্ষ্যে সোনামুখীর ডিহি পাড়া গ্রামে যাত্রা করতে আসেন। সেখানেই কলকাতার কসবা থানা এলাকার তিলজলার বাসিন্দা, বরিষ্ঠ যাত্রা শিল্পী অনাথ বন্ধু রায় গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন।
আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, পরে বাঁকুড়ার মাত্রাতিরিক্ত গরমে আরো বেশী অসুস্থ হয়ে পড়লে সহ শিল্পীরা দ্রুততার সঙ্গে তাঁকে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় ঐ যাত্রাশিল্পীর।
এই ঘটনায় ঐ যাত্রা সংস্থার শিল্পীরা গভীরভাবে শোকাহত। এদিনের শো তাঁরা বাতিল করেছেন। অন্যদিকে মৃতদেহটি বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।