নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১৭ই,এপ্রিল :: বৈশাখের প্রথম সপ্তাহেই তীব্র পানীয় জলের সংকটে ভূগছেন বড়জোড়ার হাট আশুড়িয়া গ্রামের মানুষ। দ্রুততার সঙ্গে গ্রামে জল সংকট দূর করার দাবিতে সোমবার বড়জোড়া-সোনামুখী রাস্তার উপর হাট আশুড়িয়া মনসা মন্দিরের সামনে পথ অবরোধে সামিল হলেন সম্মিলীত প্রমিলা বাহিনী। এদিনের এই অবরোধে দিনের ব্যস্ততম সময়ে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।
অবরোধকারী প্রমীলা বাহিনীর দাবি, গত তিন বছর আগে গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়। কিন্তু পর্যাপ্ত পানীয় জল মেলেনা। পানীয় জলের অন্যান্য উৎস গুলির অবস্থাও তথৈবচ। বিষয়টি বারবার প্রশাসনকে জানালেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। তাই অতি দ্রুত সমস্যা সমাধানে পথ অবরোধে তারা সামিল হয়েছেন বলে জানান।
পানীয় জলের জন্য সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, বিষয়টি লজ্জাজনক দাবি বিজেপির।দলের নেতা সোমনাথ করের দাবি কেন্দ্রীয় প্রকল্পের টাকা শাসক দল আত্মসাৎ করেছে। তার ফল ভোগ করছে মানুষ বলে তিনি দাবি করেন।