নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কাঁকসা :: ১৭ই,এপ্রিল :: আজ এক সাংবাদিক বৈঠকে হাওড়া পুরসভার চেয়ার পার্সন সুজয় চক্রবর্তী বলেন এই প্রচণ্ড গরমে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জলের সমস্যা হতে পারে তাই পুরসভার পক্ষথেকে একটি কন্ট্রলরুম খোলা হয়েছে। যদি জলের জন্য কোন এলাকায় ছোটখাটো কোন সমস্যা হয় তাহলে কন্ট্রলরুমে ফোন করলে পুরসভার ইঞ্জিনিয়াররা গিয়ে সেই সমস্যার সমাধান করবে।
কন্ট্রলরুমের নম্বর 03326383212 এবং 03326383213 এক্সটেন : 316 এছাড়াও সুজয় বাবু বলেন বর্ষার আগে পুরসভা এলাকায় ১৪ টি রাস্তা মেরামতের কাজ শুরু হবে এই কাজ আগামী মে মাসেই শেষ করা হবে। মোট ৬ কোটি টাকা খরচে এই ১৪টি রাস্তা মেরামত করাহবে। তিনি আরো বলেন এটা কোন পথশ্রী প্রকল্প নয়। সম্পূর্ণ পুরসভার ফাণ্ড থেকে এই টাকা খরচ করা হচ্ছে