নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১৯শে, এপ্রিল :: রানীহাটির পর এবার হাওড়ার চেঙ্গাইল। ফের বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চেঙ্গাইলের ল্যাডলো বাজারে ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় শতাধিক দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১.১৫ নাগাদ ওই ঘটনা ঘটে।
দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের ব্যবসায়ীরা এই ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছেন। তাঁদের অভিযোগ মিল কর্তৃপক্ষের অসহযোগিতা নিয়েও। মিল কর্তৃপক্ষ সহযোগিতা করলে এতো বড়ো বিপর্যয় ঘটতো না বলে তাদের দাবি। ঈদের মুখে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েন। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। দমকল দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলেও অভিযোগ উঠেছে।