নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ১৯শে,এপ্রিল :: রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ, প্রতিদিন রীতিমতো অস্বস্তি বাড়ছে। গরমে কাহিল হয়ে পড়েছে পশুরাও । শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাঘ সহ অন্যান্য পশুরা গরমের কারণে রীতিমত অস্বস্তিতে ভুগছে। তারা জলে থাকতে বেশি পছন্দ করছে।
সারাদিন তাদের খাওয়ানো হচ্ছে জল, দেওয়া হচ্ছে ফেনা ভাত। গরমের কারণে আমিষ জাতীয় খাবার ছুঁয়ে দেখছে না বাঘ মামারা। তাদের প্রচুর ফল ওষুধপত্র খাওয়ানো হচ্ছে। সারাদিন জলের মধ্যে থাকতে পছন্দ করছে , এমনকি প্রচণ্ড গরমের কারণে বিকেলবেলা খাওয়া বন্ধ করে দিয়েছে তারা। প্রচন্ড ক্লান্তির কারণে রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ছে। এই প্রসঙ্গে এক পশু চিকিৎসক জানান, গরমের কারণে এমনটা হচ্ছে