সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর /বিষ্ণুপুর :: ১৯শে,এপ্রিল :: পবিত্র ঈদ উপলক্ষে খড়িবেরিয়ায় বৃহন্নলাদের গুরু পপি শেখ এর উদ্যোগে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়া হল শাড়ি , লুঙ্গি ও বাচ্চাদের কাপড় জামা । নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষজন । এদিনের এই উদ্যোগে শামিল হন পশ্চিম বিষ্ণুপুরের পঞ্চায়েত প্রধান বিপ্র দাস অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ।
এদিন বস্ত্র নিতে দেখা গেল প্রায় শতাধিক মানুষ জনকে । পপি শেখ জানান , আমরা সাধারণ মানুষের কাছ থেকে চাল-ডাল , টাকা-পয়সা , নতুন জামা-কাপড় পেয়ে থাকি । আমরা জানি এখনো বহু মানুষ আর্থিক দিক থেকে সক্ষম হয়ে উঠতে পারেনি। আমরা বিভিন্ন পাড়া ঘুরে তাই দেখেছি ।
তাই সেই সব পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে হচ্ছে । শুধু ঈদ নয় , দুর্গাপূজা , কালীপুজা সহ যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা এই ভাবে সাধারণ মানুষের পাশে থাকবো।