নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ১৯শে,এপ্রিল :: গত ১ এপ্রিল বর্ধমান দু’নম্বর ব্লকের শক্তিগড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে খুন হন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা। ঘটনার সময় গরুপাচারে অভিযুক্ত আবদুল লতিফের গাড়ির সামনের আসনে বসেছিলেন তিনি। সেই ঘটনার ১৯ দিনের মাথায় প্রথম গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশের দাবি অভিজিৎ মণ্ডল নামে ওই যুবক খুনের সঙ্গে সরাসরি জড়িত।
রাজু ঝা খুনের পর তিন সপ্তাহ পার হতে চললেও কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের তদন্তকারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছিল। পুলিশ সূত্রে খবর, রাজু ঝা খুনে একাধিক ব্যক্তিকে জেরা করছিলেন তাঁরা। তাদের মধ্যে অভিজিৎ মণ্ডলের নামে এই ব্যক্তির সাথে রাজু ঝা খুনের ঘটনার সরাসরি যোগ আছে ।
বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করলেন পুলিশ সুপার কামনাশীষ সেন। জেলা পুলিশ সুপার বলেন, উনিশ দিনের মাথায় জেলা পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। তার নাম অভিজিৎ মন্ডল বাড়ি বাঁকুড়া গঙ্গাজলঘাঁটি এলাকায়। তাকে দূর্গাপুর থেকে গতকাল রাতে গ্ৰেফতার করা হয়েছে । অভিযুক্ত অভিজিৎ মন্ডল একটি দুর্গাপুরে প্রাইভেট অফিসে কাজ করতেন।
তার কি রোল ছিল কি করেছে বা কি হয়েছে সেটা তদন্তের জন্য আপাতত জানানো যাচ্ছে না। তবে এই ব্যক্তিকে আমরা রিমান্ডে নেব এবং পরবর্তী যেকোনো আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। পাশাপাশি জেলা পুলিশের তরফ থেকে গ্রেফতার হওয়া অভিজিৎ মন্ডল কে এদিন বর্ধমান জেলা আদালতে তোলা হয় ।