নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১৯শে,এপ্রিল :: সম্ভবত স্বামীর মৃত্যু হয়েছে দিন তিনেক আগেই। কিন্তু নিজের শারীরিক অসুস্থতার কারণে তাঁর স্ত্রী কাউকে সে কথা জানাতে পারেননি। এভাবেই স্বামীর মৃতদেহ আগলে ঘরে বসেছিলেন অসুস্থ স্ত্রী। শেষপর্যন্ত ফ্ল্যাটের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধের দেহ উদ্ধার করে।
তাঁর স্ত্রীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। বৃদ্ধের দেহ পড়েছিল ঘরের মেঝেতে। তাঁর স্ত্রী অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার ইছাপুর ডুমুরজলা এইচআইটি কোয়ার্টারে। প্রতিবেশীদের অনুমান, প্রচন্ড গরমে অসুস্থ হয়েই সম্ভবত ওনার মৃত্যু হয়। মৃতের নাম সমর ভট্টাচার্য(৭৫)।
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী সমরবাবু বর্তমানে পূজার্চনার পেশায় যুক্ত ছিলেন। পয়লা বৈশাখের পর থেকে তাঁকে আর ঘরের বাইরে দেখা যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, বয়সজনিত কারণে অসুস্থতা ছিল তাঁর। সেরিব্রাল হয়েছিল। সব মিলিয়ে তাঁর শরীরও ভালো ছিলনা তাঁর। স্ত্রীও অসুস্থ ছিলেন। মানসিক সমস্যা ছিল।
ফ্ল্যাটের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরাই এদিন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।