জঙ্গল থেকে সটান কালিপুজোর মন্ডপে ঢুকে পড়ল দাঁতাল! কেস্টপুরে প্রবল আতঙ্ক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ২০শে,এপ্রিল :: বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার কাছে জঙ্গল থেকে বেরিয়ে কেস্টপুরের চৌপুখরিয়ায় ঢুকে পড়ে একটি হাতি। সেখানে ধুমধাম করে চলছিল কালিপুজো। সে সময় হাতি দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ প্রাণ বাঁচাতে লাগায় ছুট, কেউ আবার লেন্স বন্দী করার জন্য পিছু নেয় হাতিরই।

দাঁতাল হাতিটি চলে এসেছিল বাগডোগরার কেস্টপুর গ্রামে। তারপর রাতভর কখনও স্থানীয় একটি বাড়ির কালীপূজার মন্ডপে, আবার কখনও পুরো গ্রাম দাপিয়ে বেড়াল হাতিটি। পরে বন দফতর ও এলাকাবাসীর তাড়া খেয়ে হাতিটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। এই ঘটনায় রাতভর কার্যত হাতির আতঙ্ক তাড়া করে বেড়াল কেস্টপুর এলাকার মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে গ্রাম পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতি আচমকাই খাবারের খোঁজে ঢুকে পড়ে গ্রামে।গ্রামেরই একটি বাড়িতে ঘটা করে বসেছিল কালীপূজার আসর। আলো ঝলমলে পরিবেশ দেখতে পেয়ে সেখানেই ঢুকে পড়ে হাতিটি। হঠাৎ চোখের সামনে হাতি দেখে হকচকিত সকলে।হাতির হামলা থেকে বাঁচার জন্য একপর্যায়ে শুরু হয় দৌড়াদৌড়ি। পরে অবশ্য স্থানীয়দের তৎপরতায় হাতিটি জঙ্গলে ফিরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =