নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: ২০শে,এপ্রিল :: পঞ্চায়েত ভোট ও লোকসভা নির্বাচনের আগে রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী গ্রামে গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করছেন তৃণমূলের বিধায়ক, মন্ত্রী থেকে নেতৃত্বরা।
বুধবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামহরিবাড় গ্রামের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের কাছে বিক্ষোভের মুখে পড়লেন এগরা বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি।
গ্রামের দীর্ঘদিনের বেহাল রাস্তা ও পানীয় জলের দাবিতে এগরায় বিধায়ক তরুণ কুমার মাইতিকে ঘিরে বিক্ষোভ দেখান কয়েক শতাধিক গ্রামবাসীরা। এদিকে গরমের মধ্যেও এগরায় বিধায়ককে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিছুটা হলেও মেজাজ হারান এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন এলাকার বিজেপি নেতৃত্বরা।