গ্রামবাসীদের দাবি মেনে গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলো । গ্রামের মধ্যে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুতের তার সংযোগ থেকে শুরু করে ট্রান্সফরমার বসানোর কাজ শুরু হলো ।

স্পর্শ দাস :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: ২০শে,এপ্রিল :: গ্রীষ্মের শুরুতে পারদ ঊর্ধ্বমুখী, রাজ্যের বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহ, কোথাও বিদ্যুতের অভাব কোথাও পানীয় জলের অভাব । জয়নগর বিধানসভার অন্তর্গত হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচঘড়া গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ লো ভোল্টেজ ।

প্রচন্ড গরমে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন গ্রামবাসীরা, ভোট বয়কটেরও ডাক দিয়েছিলেন হরিনারায়নপুরের পাঁচঘড়া গ্রামের বাসিন্দারা । গ্রামবাসীদের দাবি মেনে গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলো । গ্রামের মধ্যে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুতের তার সংযোগ থেকে শুরু করে ট্রান্সফরমার বসানোর কাজ শুরু হলো ।

কিছুদিন আগে ভোট বয়কটের ডাক দিয়ে ছিল হরিনারায়নপুর অঞ্চলের পাঁচঘড়ার গ্রামবাসীরা । বিষয়টি প্রশাসনের নজরে আসে, আজ থেকে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হওয়ায় পাঁচঘড়া গ্রামের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেললো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + twelve =