মুকুল রায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন বাপ-ব্যাটার নাটক চলছে। দিল্লিতে ছুটে গেছে এটা মনে হচ্ছে শাসকদলেরই কোনও সেটিং – বিধায়ক নৌশাদ সিদ্দিকী

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২১শে,এপ্রিল :: এখন তৃণমূল কংগ্রেস আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেই। আগে AITC ছিল, এখন WBTC হয়েছে। আর আগামী দিনে AKTC অর্থাৎ অল কালীঘাট তৃণমূল কংগ্রেস হবে। হাওড়ায় কটাক্ষ নওশাদ সিদ্দিকীর। শুক্রবার হাওড়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকী বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সেখানেই রাজ্যের শাসক দলের সম্পর্কে ওই মন্তব্য করেন তিনি। মুকুল রায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন বাপ-ব্যাটার নাটক চলছে। দিল্লিতে ছুটে গেছে এটা মনে হচ্ছে শাসকদলেরই কোনও সেটিং। দিল্লির সঙ্গে সেটিং এর দরকার আছে। তাই এই নাটক চলছে। তিনি বলেন, আমরা সকলেই চাই আগামী পঞ্চায়েত নির্বাচন নির্ধারিত সময়ে হোক।

অবাধ এবং শান্তিপূর্ণ হোক। তাহলে দেখবেন বাংলার শাসক দলকে আর খুঁজে পাওয়া যাবে না। মানুষ যাকে ভোট দেবে তারাই এখানে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত চালাবে। এটাই আমরা চাইবো।হাওড়ার ল্যাডলো বাজারে কয়েকদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে এদিন হাওড়ায় আসেন সিদ্দিকী।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপ, দোকানদারদের ক্ষতিপূরণ এবং ঘটনার ফরেনসিক তদন্তের দাবি তোলেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =