সুদেষ্ণা মন্ডল : : সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ২১শে,এপ্রিল :: জয়নগর থেকে চুরি যাওয়া অটোর তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর যাত্রী সেজে প্রথমে অটো রিজার্ভ করা হতো। অটোতে কিছু সামগ্রী তোলার নাম করে অটোর ড্রাইভার কে নিয়ে যাওয়া হতো অটোর থেকে কিছুটা দূরে। তারমধ্যেই অন্য এক ব্যক্তি এসে অটোর নিয়ে চম্পট দিত।
বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। প্রথমে নৌসদ মোল্লাকে গ্রেফতার করে।পরে আরও চার জনকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে অটো চুরির চক্র চালাচ্ছিল তারা। এর পিছনে আরও বেশ কয়েকজন রয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
প্রথমে অটো ড্রাইভার কে বোকা বানিয়ে অটো চুরি করত, তারপর অটোর নম্বর প্লেট বদল করে বিভিন্ন এলাকায় বিক্রি করে দিত তারা। বেশ কয়েকটি অটো তারা নিজেরাই অটো চালাচ্ছিল। দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াবুরুজ, জয়নগর, মন্দির বাজার, বিষ্ণুপুর,চম্পাহাটি এলাকায় এই চক্র কাজ করত। ধৃত পাঁচজনকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ, আজই ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।