ফের তৃণমূলের এক জেলা শীর্ষ নেতার দাদাগিরির সাক্ষী থাকলো বাঁকুড়া।

নিজস্ব সংবাদদাতা : : সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২১শে,এপ্রিল :: ফের তৃণমূলের এক জেলা শীর্ষ নেতার দাদাগিরির সাক্ষী থাকলো বাঁকুড়া। জলের দাবিতে পথ অবরোধকারী মহিলাদের ‘হুমকি’ দিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি, মেজিয়ার অর্দ্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মলয় মুখার্জী। এমনকি ঐ মহিলাদের তিনি ‘তুই’ বলেও সম্বোধনের পাশাপাশি বিপদের সময় দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

ঐ এলাকায় জলসংকট নেই বোঝাতে কলসি কলসি জল এনে রাস্তার উপর ঢেলে দেন অতি উৎসাহী কয়েক জন তৃণমূল কর্মী। প্রচণ্ড দাবদাহের মধ্যে এক ফোঁটা পানীয় জলের জন্য মানুষ যখন রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন তখন এইভাবে জল অপচয় করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন মাইক হাতে দাবি করেন, বৃহস্পতিবারের পথ অবরোধের পিছনে বিজেপি ও তৃণমূলের কিছু ‘মীরজাফরে’র হাত ছিল।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পর্যাপ্ত পানীয় জলের দাবিতে মেজিয়ার অর্দ্ধগ্রামের গোয়াল পাড়া, দত্ত পাড়া, মণ্ডল পাড়া সহ বেশ কয়েকটি পাড়ার মহিলারা গ্রামীণ রাস্তা অবরোধ করেন। পরে ঐ ঘটনা সহ্য করতে না পেরে এদিন প্রধান মলয় মুখার্জী এদিন অবরোধকারীদের ডেকে হুমকি দেন বলে অভিযোগ। যদিও ‘হুমকি’র অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান মলয় মুখার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =