কুমার মাধব : : সংবাদ প্রবাহ :: মালদহ :: ২১শে,এপ্রিল :: প্রচন্ড গরমে এবারে প্রভাব পড়ল জগৎবিখ্যাত মালদার আমে। আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এবছর মালদা, মুশিদাবাদ এবং নদীয়ায় ব্যাপক হারে আম হয়েছে। কিন্তু প্রচণ্ড দাবদাহে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আম চাষে। ইতিমধ্যে প্রচন্ড গরমের কারণে আম ঝরে পড়ছে।
শুধু তাই নয় পোকা দেখা দিয়েছে। এই বিষয়ে শুক্রবার দুপুরে মালদা শহরের এনএস রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, এই মুহূর্তে বৃষ্টি না হলে আমের ফলনে প্রচুর ক্ষতি হবে। জেলার অর্থনীতিতে প্রভাব পড়বে। তবে তিনি আম চাষিদের নিম তেল দিয়ে জল স্প্রে করার পরামর্শ দেন।