সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে খুশীর ঈদে অংশ নিলেন আট থেকে আশি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২২শে,এপ্রিল :: গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহ শেষে শনিবার সকাল থেকেই এই জেলার আবহাওয়া যথেষ্ট অনুকূল। ফলে আনন্দোৎসব পালনে প্রকৃতি এদিন কোন বাধাই হয়ে ওঠেনি।

বাঁকুড়া শহরের বিভিন্ন মসজিদে সকাল থেকেই হাজির হয়েছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদের নামাজে অংশ নিয়েছেন তাঁরা। শহরের জামা মসজিদে নামাজ শেষে বঙ্গ বিদ্যালয়ে মাঠে মুল নামাজ অনুষ্ঠিত হয়, সেখানে প্রায় সহস্রাধিক মানুষ নামাজে অংশগ্রহন করেন। পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানাতে হাজির হন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী সহ বিবিন্ন জন প্রতিনিধিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =