নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২৩শে এপ্রিল :: কালিয়াগঞ্জের ঘটনাকে ‘ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার’ অভিযোগ করে সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি নেত্রী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার বাঁকুড়ায় দলের এক ‘বিশেষ বৈঠকে’ যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐ দাবি করেন।
একই সঙ্গে রাজ্য পুলিশ ও রাজ্য মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের কঠোর সমালোচনা করেন তিনি। একই সঙ্গে কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। তা না দিলে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ বলে তিনি জানান।
পঞ্চায়েত ভোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের এখনই পঞ্চায়েত ভোট করার ‘ইচ্ছে নেই’। দলের তরফে ‘তৃণমূলের নবজোয়ার’ নামে দু’মাসের কর্মসূচীই তার প্রমাণ বলে তিনি দাবি করেন।