সীমান্ত দিয়ে দেশে আসা বাংলাদেশী শিশুদের নিয়ে আদৌ কি চিন্তিত সে দেশের সরকার?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লিলুয়া :: ২৪শে,এপ্রিল :: সীমান্ত দিয়ে এদেশে আসা বাংলাদেশী শিশুদের নিয়ে আদৌ কি চিন্তিত সে দেশের সরকার? লিলুয়ার সরকারি হোম পরিদর্শনে এসে প্রশ্ন তুললেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিব্যা গুপ্তা। তাঁর সাফ জবাব, আমাদের সরকার যতটা উদ্যোগী হবে ততটা বাংলাদেশের সরকারকেও উদ্যোগী হতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।

কারণ আমাদের দিক থেকে বিষয়টি দেখতে গেলে, যারা অনুপ্রবেশকারী তারা বেআইনি পদ্ধতি অবলম্বন করেছেন। তা সত্ত্বেও আমরা তাদের থাকার বন্দোবস্ত করছি খাওয়ার ব্যবস্থা করছি এবং নিরাপত্তা সুনিশ্চিত করছি। বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারের কাছে আবেদন করে তার দেশের বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাওয়া। কারণ হোমের আবাসিকরা আমার কাছে জানিয়েছেন তারা দেশে ফিরতে চান।

অন্যদিকে, লিলুয়ার সরকারি হোমে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি না থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। হোম পরিদর্শনে এসে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দূরত্ব যদিও থাকে তার প্রভাব বাচ্চাদের উপর যেন না পড়ে সেদিকে নজর দিতে হবে। তাই সরকারি ভবনে দেশের প্রধান পদে আসীন ব্যক্তিদের ছবি থাকা উচিত।

তবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য হোমের সমস্ত সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কিছু আভ্যন্তরীণ বিষয়ে অবশ্যই রয়েছে যা নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খুলতে চান নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =